প্রশ্ন ও উত্তর

হজ্জের প্রশ্ন ও উত্তর সমূহ-

হজ্জের ফরজ কয়টি?

1. ইহরাম বাধা 2. উ'কুফে আ'রাফা (আরাফাতের ময়দানে অবস্থান) 3. তাওয়াফুয্ যিয়ারাত

হজ্জের ওয়াজিব কয়টি?

'সাফা ও মারওয়া' পাহাড় দ্বয়ের মাঝে ৭ বার সায়ী করা। অকুফে মুযদালিফায় (৯ই জিলহজ্জ) অর্থাৎ সুবহে সাদিক থেকে সুর্যদয় পর্যন্ত একমুহুর্তের জন্য হলেও অবস্থান করা। মিনায় তিন শয়তান (জামারাত) সমূহকে পাথর নিপে করা। 'হজ্জে তামাত্তু' ও 'কি্বরান' কারীগণ 'হজ্জ' সমাপনের জন্য দমে শোকর করা। এহরাম খোলার পূর্বে মাথার চুল মুন্ডানো বা ছাটা। মক্কার বাইরের লোকদের জন্য তাওয়াফে বিদা অর্থাৎ মক্কা থেকে বিদায়কালীন তাওয়াফ করা। এছাড়া আর যে সমস্ত আমল রয়েছে সব সুন্নাত অথবা মুস্তাহাব।

ওমরাহর ফরজ, ওয়াজিব কয়টি ও কি কি?

ওমরাহর ফরজ তিনটি- যথাঃ দুইটি ফরজ: (১) ইহরাম পরিধান করা (২) তাওয়াফ ওমরাহর ওয়াজিব তিনটি- যথাঃ দুইটি ওয়াজিব: (১) সাফা ও মারওয়া মধ্যবর্তী (সবুজ বাতি) স্থানে সাতবার সায়ী করা (২) মাথার চুল মুন্ডানো বা ছাটা।