হজ্জ প্রয়োজনীয় সামানা

হজ্জযাত্রীগণ যেসব সামানা সাথে নিবেন

  1.  ইহরামের কাপড় ২ সেট, কোমর বেল্ট ০১টি।
  2.  লুঙ্গি, পায়জামা/প্যান্ট, গেঞ্জী ও টুপি ২টি করে।
  3.  পাঞ্জাবী/শার্ট ৩টি। মাস্ক ০৫টি।
  4.   মহিলাদের প্রয়োজনীয় পোষাক ৩ সেট।
  5.   গামছা/তোয়ালে ০১টি, বিছানার চাদর ০১টি।
  6.   সেন্ডেল ২ জোড়া, জুতা ১ জোড়া।
  7.   গ্লাস/মগ, প্লেট, চামচ ১টি করে। .
  8.   সফট রশি ২০ গজ।
  9.   পুরুষের জন্য এজেন্সীর নির্ধারিত ইউনিফর্ম, মহিলাদের জন্য এজেন্সীর নির্ধারিত রঙের বোরকা ১টি। (মহিলাদের বোরকার উপরের পার্ট ৫০০/- (পাঁচশত) টাকা দিয়ে এজেন্সী হতে সংগ্রহ করতে হবে। বোরকার নীচের অংশ উপরের অংশের সাথে ম্যাচিং রংয়ের কাপড় দিয়ে নিজ নিজ মাপ মত নিজ দায়িত্বে বানিয়ে নিতে হবে।)
  10.   নেইল কাটার, চাকু, ব্লেড ও রেজার।
  11.   মিসওয়াক, টুথ পেষ্ট, ব্রাশ ০১টি করে।
  12.   প্রেসক্রিপশন অনুযায়ী ৪৫ দিনের ঔষধ (ডাক্তারী প্রেসক্রিপশন সহ) ও খাবার স্যালাইন।
  13.   পছন্দমত কিছু শুকনা খাবার (প্রয়োজন মনে করলে)
  14.   জুতার ব্যাগ, হ্যান্ড ব্যাগ, ট্রলিক্যাস বা বড় ল্যাগেজ ০১টি করে। (ট্রলিক্যাস এ প্যাকেজের ১২০০/- (বারশত) টাকা দিয়ে এজেন্সী হতে নিতে হবে। জুতার ব্যাগ, হ্যান্ড ব্যাগ এজেন্সী সরবরাহ করবে)।
  15.   হাজীদের সম্বল বইটি অবশ্যই সাথে রাখবেন।
  16.    প্রত্যেক হজ্জ যাত্রী একটি ভাল সচল মোবাইল সেট ও চার্জার অবশ্যই সাথে নিতে হবে।


বি. দ্র. প্রয়োজনীয় সবকিছুই মক্কা-মদিনায় কিনতে পাওয়া যায়। সে জন্য সামানা যত কম নেয়া যায় ততই ভাল। সৌদি বিমানে ২৩ কেজি করে দুইটি ল্যাগেজ বুকিং দেয়া যায়। হাতের ব্যাগে ৫-৭ কেজি বহন করা যায়। নেইল কাটার, চাকু, ব্লেড ও রেজার ইত্রাদি বড় ল্যাগেজে বুকিং এর মাধ্যমে নিতে হবে এগুলো হাতের ব্যাগে বগন করা নিষিদ্ধ।

হজ্জের সামানা কোথায় কিনতে পাওয়া যায়?

হজ্জযাত্রীদের ইহরামের কাপড় ও প্রয়োজনীয় সব সামানাই বাইতুল মোকাররম দক্ষিণ গেইটে এবং হজ্জ মৌসুমে আশকোনা হাজী ক্যাম্পে কিনতে পাওয়া যায়।