১. প্রাপ্ত বয়স্কদের জন্য ভোটার আইডি কার্ড এর ফটোকপি।
২. পাসপোর্টের ফটোকপি (১ বছর মেয়াদ থাকতে হবে)
৩. সদ্য তোলা *(১ কপি) কালার ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।
৩. ১৮ বছরের নিচে হলে রঙিন জন্ম সনদের ফটোকপি।
৪. প্রবাসীদের ক্ষেত্রে রঙিন ভিসা এবং নাগরিকত্ব সনদের ফটোকপি।
৫. Active মোবাইল নম্বর।
৬. এজেন্সীর ব্যাংক একাউন্টে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মাত্র।