আমাদের সম্পর্কে
পবিত্র হজ্জে গমনেচ্ছুক সম্মানিত ভাই ও বোনেরা
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, আপনার পবিত্র হজ্জ ছহিহশুদ্ধ ভাবে সুচারু রূপে সুসম্পন্ন করতে একটি নির্ভরযোগ্য এজেন্সীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এজেন্সী আপনার সেবায় দক্ষ ও আন্তরিক না হলে পবিত্র হজ্জের এই সফরটি আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যেতে পারে! পৃথিবীর সবচেয়ে পূণ্যভূমিতে মহান আল্লাহর মেহমান হতে আগ্রহী সৌভাগ্যবান ভাই ও বোনেরা নিশ্চয়ই ভাবছেন- আপনি কোন এজেন্সীর সাথে হজ্জ পালন করলে রাসূলে কারীম (সাঃ) প্রদশির্ত সুন্নাত তরিকায় সুচারু রূপে, আনন্দঘন পরিবেশে সার্বক্ষণিক অভিজ্ঞ উলামায়ে কেরামের সাথে পবিত্র হজ্জ ও যিয়ারত সম্পাদন করতে পারবেন?
“তামান্না হজ্জ গ্রুপ” আপনার মনের বাসনা পূরণে
বদ্ধপরিকর একটি ব্যতিক্রমধর্মী হজ্জ এজেন্সী।
আল্লাহর মেহমানদের খেদমত করাই
আমাদের এজেন্সীর মূল লক্ষ্য।
কা’বার পথের যাত্রী ভাই ও বোনেরা,
ইনশাআল্লাহ বাংলাদেশ বিমানবন্দর হতে জিদ্দা-মক্কা-মদিনা, আরাফাত-মিনা-মুযদালিফাহ হজ্জের যাবতীয় কার্যাবলী সম্পাদন করে আল্লাহর ইচ্ছায় পূনরায় বাংলাদেশ বিমান বন্দরে ফিরে আসা পর্যন্ত আমরা আপনার পাশেই থাকব। অতএব আমাদের সম্পকে খোঁজ-খবর নিন, পবিত্র হজ্জের সফরে আপনার সেবা করার সুযোগ দিন। আমাদের এজেন্সী আল্লাহর রহমতে বাংলাদেশে একমাত্র হজ্জ এজেন্সী যার নিজস্ব বিস্তারিত “প্যাজেক বিবরণী” ও “পবিত্র হজ্জ সফরের কর্মসূচী” নামক পৃথক পুস্তিকা রয়েছে; যাতে একজন হজ্জযাত্রী পবিত্র এই সফর কিভাবে সুসম্পন্ন করবেন তা আগে থেকেই অবগত থাকবেন ইনশাআল্লাহ। আমাদের রয়েছে একঝাঁক দক্ষ, অভিজ্ঞ আলেম গাইড। যারা সার্বক্ষণিক আপনাদের সাথে থেকে গাইড করবেন। অতীতে প্রতিশ্রুতি পূরণে আমরা কতটুকু সক্ষম হয়েছি তা বিগত বছরগুলোতে আমাদের আরাফাতী ভাই বোনেরাই সাক্ষী দিবেন। কারণ তারাই আমাদেরকে হজ্জযাত্রী সংগ্রহ করে দিয়ে থাকেন। আমাদের সকল হজ্জযাত্রীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর আমাদের ওয়েব সাইটে ক্লিক করুন দেয়া আছে ।
আমাদের বৈশিষ্ট্য
১. সুন্নাতের অনুসরণ ও প্রতিশ্রুতিপূরণে বদ্ধপরিকর।
৩. ইবাদতের সর্বোত্তম পরিবেশের নিশ্চয়তা।
৪. পবিত্র হজ্জের আগে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা।
৫. সকল কার্যক্রম এজেন্সী মালিকের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত।
৬. সম্পূর্ণরূপে গ্রুপ লিডার, মধ্যস্বত্বভোগী ও দালালমুক্ত।
৭. সফরের আগেই পুরো সফরের দিনওয়ারী কর্মসূচী প্রদান।
৮. জটিল ও ভীড়ের সময় ইউনিফর্ম ও প্রযুক্তির উত্তম ব্যবহার।
৯. সফরের প্রতিটি ইভেন্টের আগে প্রয়োজনীয় তা’লীম ও ব্রিফিং।
১০. সকল কাজ দলবদ্ধ ভাবে আনন্দঘন/ভাবগাম্ভির্য পরিবেশে প্রতিপালন।
১১. মক্কা/মদিনায় এজেন্সীর কার্যক্রমের জবাবদিহীতা ও মূল্যায়ন সভা করা হয়।
১২. আমাদের সকল হজ্জযাত্রী বিগত সনের হজ্জযাত্রীদের দেয়া আল্লাহর মেহমান।
১৩. প্রতি বছর হজ্জ শেষে সকল হজ্জযাত্রীদের নিয়ে পুর্ণমিলনীর ব্যবস্থা।
১৪. আরাফাতী সুসম্পর্ক আজীবন বজায় রাখার সর্বাত্মক প্রয়াস।